ঢাকা,রোববার, ১৯ জানুয়ারী ২০২৫

চকনিয়া ফাঁসিয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::
চকরিয়া উপজেলার আওতাধীন ফাঁসিয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন নেতাকর্মীদের উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ২০ জুন বিকাল তিনটায় ফাঁসিয়াখালীর ভেন্ডিবাজার এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাহাবউদ্দিন মেম্বারের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম। সম্মেলনের প্রধান বক্তা ছিলেন, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী।
ফাঁসিয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আবছারের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাংগঠনিক টিমের প্রধান আজিজুর রহমান, সহ-সভাপতি রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট রনজিত দাশ, জেলা আওয়ামী লীগ সদস্য এটিএম জিয়া উদ্দিন চৌধুরী জিয়া, আমিনুর রশিদ দুলাল।
এসময় উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সরওয়ার আলম, এমআর চৌধুরী, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, পৌরসভা আ.লীগের সাবেক আহবায়খ অধ্যক্ষ গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু মুছা, মুজিবুল হক রতন, ছৈয়দ আলম কমিশনার, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, শাহনেওয়াজ তালুকদার, সাংগঠনিক মিজবাউল হক, শওকত ওসমান, প্রচার সম্পাদক আবু মুছা, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক শফিউল আলম বাহার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাকারা ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন, সদস্য আলমগীর হোছাইন, আবছার উদ্দিন মাহমুদ, সোলতান আহমদ, উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম, ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী, লক্ষ্যারচরের সভাপতি রেজাউল করিম, উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক আজিজুল হক, ফাঁসিয়াখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাহাব উদ্দিন।
এদিন বিকাল চারটায় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বিনা প্রতিদ্ব›দ্বীতায় ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক নুরুল আবছার সভাপতি এবং কাউন্সিলরদের সরাসরি ভোটে মাহামুদুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

পাঠকের মতামত: