অনলাইন ডেস্ক ::
বিএনপির ঘরে গণতন্ত্র নেই বলে দেশের গণতন্ত্র তাদের চোখে পড়ে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বিজয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
দেশ থেকে সাম্প্রদায়িক বিষবৃক্ষের মূল উৎপাটন করাই হবে আজকের অঙ্গীকার উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সাম্প্রদায়িক বিষবৃক্ষের শেকড় উপড়ে ফেলতে পারলেই আমাদের বিজয় পূর্ণতা পাবে। এই শক্তির কারণে আমাদের বিজয় কিছুটা অসম্পূর্ণ রয়ে গেছে।
অসাম্প্রদায়িক চেতনায় দেশ গঠনে আগামী বছর বিজয়ের মাসে অনুষ্ঠিত নির্বাচনে সাম্প্রদায়িক শক্তিকে জনগণ উচিত জবাব দেবে বলেও মনে করেন ওবায়দুল কাদের।
পাঠকের মতামত: