ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

‘গোলমাল’র নায়িকা পরিনীতি

parineetiবিনোদন ডেস্ক ::::

বলিউডের ‘গোলমাল’ সিরিজের ছবিটি চতুর্থ কিস্তি হতে যাচ্ছে। খবরটি আগেই নির্মাতা রোহিত শেঠি সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন। তবে তাতে কোন নায়িকা অভিনয় করবেন সেটা  চূড়ান্ত হয়নি। এ নিয়ে জল্পনারও কম ছিল না। অবশ্য সব জল্পনার অবসান ঘটিয়ে নায়িকা হিসেবে চূড়ান্ত হয়েছেন পরিনীতি চোপড়া। আগের দুই কিস্তি ‘গোলমাল টু’ ও ‘গোলমাল থ্রি’ ছবিতে প্রধান নায়িকা ছিলেন কারিনা কাপুর খান। তার সন্তানসম্ভবা হওয়ায়  তাকে নিয়ে আর করা হচ্ছে না।  যদিও কেউ কেউ ধারণা করেছিলেন, সন্তানের জন্মের পর ‘ভিরে ডি ওয়েডিং’ ছবির কাজ শেষে ‘গোলমাল ফোর’-এ চুক্তিবদ্ধ হবেন বেবো । অনেকে অন্য কোন অভিনেত্রী তার স্থলাভিষিক্ত হবেন তা নিয়ে জোর আলোচনা করেছে। এ ক্ষেত্রে আলিয়া ভাট ও শ্রদ্ধা কাপুরের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হলেন পরিণীতি। তাকে দেখা যাবে অজয় দেবগণের সঙ্গে।

পাঠকের মতামত: