ঢাকা,শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

গোপন এজেন্ডা বাস্তবায়নে নির্বাচন চায় না সরকার: রিজভী

rijbhiনিজস্ব প্রতিবেদক ::
গোপন এজেন্ডা বাস্তবায়ন করতে সরকার জোর করে ক্ষমতায় থাকতে চায়, নির্বাচন চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
রিজভী বলেন, “নির্বাচনে জনগণ ভোট দিতে পারলে তারা হেরে যাবে এই আশঙ্কা থেকে উগ্রবাদ-জঙ্গিবাদের সাইনবোর্ডকে সামনে নিয়ে এসেছে এবং এটাকে পৃষ্টপোষকতা করছে।”

তিনি বলেন, “দেশবিরোধী বহু ‘গোপন এজেন্ডা’ বাস্তবায়নের লক্ষ্যে জঙ্গিবাদকে সামনে আনা হয়েছে। মানুষ যাতে জঙ্গিবাদী তৎপরতার আলোচনা নিয়েই ব্যস্ত থাকে, আর এই ফাঁকে অশুভ ইচ্ছা বাস্তবায়ন করা যায়।”
রিজভী বলেন, “জঙ্গিদের রক্তাক্ত সংঘাত শুরু হওয়ার পর থেকে সরকারের নানা তত্ত্ব ও তর্জন-গর্জন দেশবাসী শুনেছে। কিন্তু নির্মূল তো দূরে থাক, সম্প্রতি উগ্রবাদীদের সহিংস ঘটনায় মনে হচ্ছে, এদের নেটওয়ার্ক আরও বেশি বিস্তৃত হয়েছে।”

সংবাদ সম্মেলনে দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আতাউর রহমান ঢালী, কেন্দ্রীয় নেতা আবদুল কালাম আজাদ সিদ্দিকী, আবদুস সালাম আজাদ, তাইফুল ইসলাম টিপু ও আবু নাসের মো. রহমাতুল্লাহ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: