ঢাকা,শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

গুলিতে নিহত সাংবাদিক মুজাক্কিরের কবর জিয়ারত ও পরিবারের পাশে বাংলাদেশ সাংবাদিক পরিষদ নেতৃবৃন্দ

সংবাদ বিজ্ঞপ্তি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ চলাকালীন পেশাগত দায়িত্ব পালনকালে গুলিতে নিহত হওয়া সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ সাংবাদিক পরিষদ (বাসাপ) নেতৃবৃন্দ।

এর আগে কোম্পানিগঞ্জ উপজেলার চরফকিরা গ্রামের সাংবাদিক মুজাক্কিরের বাড়িতে গিয়ে শোকার্ত বাবা নুরুল হুদা মো. নওয়াব আলী, মা মমতাজ বেগম, মেঝভাই ফখরুদ্দীনসহ পরিবারের সদস্যদের সমবেদনা জানান নেতৃবৃন্দ। এ সময় পরিবারকে সংগঠনের পক্ষ থেকে কিছু অর্থসহায়তাও দেওয়া হয়।

মফস্বল সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সাংবাদিক পরিষদ (বাসাপ) নেতৃবৃন্দ আজ মঙ্গলবার বিকেলে এই সাক্ষাতসহ কবর জিয়ারত করেন এবং পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত বাসাপ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক পরিষদ (বাসাপ) কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহবুব পলাশ (দৈনিক যুগান্তর ও দৈনিক আজাদী), সহ-সভাপতি এবিএম নিজাম উদ্দিন (দৈনিক ইনকিলাব), সাধারণ সম্পাদক বিজয় ধর (দৈনিক আজাদী ও দেশটিভি), অর্থ সম্পাদক ছোটন কান্তি নাথ (দৈনিক কালের কন্ঠ ও দৈনিক আজাদী), যুগ্ন সম্পাদক মেহেদী হাসান পাপ্পু (দৈনিক চাঁদপুর কণ্ঠ), সাংগঠনিক সম্পাদক এইচ এম মান্নান মুন্না (দৈনিক দেশ পত্রিকা), নির্বাহী সদস্য রণজিত ধর (দৈনিক সংবাদ), মেজবাহ উদ্দিন (দি বাংলাদেশ টুডে), নির্বাহী সদস্য অজয় আচার্য্য (সাপ্তাহিক একতা), স্থানীয় সাংবাদিক বিমল মজুমদার, চট্টগ্রাম উত্তর জেলা কমিটির সহ-সভাপতি সোলায়মান আকাশ (দৈনিক আজাদী), সাধারণ সম্পাদক রাজিব মজুমদার (দৈনিক জনকন্ঠ) প্রমুখ।

এ সময় বাসাপ নেতৃবৃন্দ নিহত সাংবাদিককে শহীদ কলমযোদ্ধা হিসেবে আখ্যায়িত করে তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া বাসাপ নেতৃবৃন্দ মুজাক্কিরেরর গুলিবিদ্ধ হওয়ার ঘটনাস্থল পরিদর্শন শেষে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই এর পরিদর্শক মোস্তাফিজুর রহমান এর সাথে কথা বলে মামলার অগ্রগতির খোঁজ খবর নেন।

পাঠকের মতামত: