ঢাকা,রোববার, ১৯ জানুয়ারী ২০২৫

গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা করতে হবে -কলিম সরওয়ার

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর চট্টগ্রাম ব্যুরো প্রধান ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি কলিম সরওয়ার বলেছেন, মুক্তিযুদ্ধ শুধু আমাদের বিজয়ের গৌরবময় ইতিহাস নয়, আমাদের দেশপ্রেমের অনুপ্রেরণাও। তাই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আমাদের জানতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে কাজ করতে হবে। তিনি আরো বলেন, দায়িত্বশীল ও জনকল্যাণকর সাংবাদিকতা মানুষকে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। তাই গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল হয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা করতে হবে।

শুক্রবার সন্ধ্যায় (১৫ ডিসেম্বর) টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেএ), চট্টগ্রাম-এর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কলিম সরওয়ার এসব কথা বলেন।

নগরীর নুর আহমদ সড়কে অবস্থিত টিসিজেএ মিলনায়তনে সংগঠনের সভাপতি শফিক আহমেদ সাজীবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপংকর দাশ বাবু’র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর চট্টগ্রাম ব্যুরো প্রধান ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি কলিম সরওয়ার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য প্রণব বড়ুয়া অর্ণব, মোহনা টেলিভিশনের চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান আলী আহমেদ শাহিন। টিসিজেএ নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি এনামুল হক, সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফরিদ উদ্দীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইমুন আল মুরাদ।

এসময় টিসিজেএ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, অর্থ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাসু দেব, দপ্তর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, নির্বাহী সদস্য যথাক্রমে- সনজীব দে বাবু, হাসান উল্ল্যাহ, মোঃ পারভেজ রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন, রনি দাশ, মোহাম্মদ আলী আকবর, অমিত দাশ, মোহাম্মদ আলমগীর, মোঃ আশরাফুল আলম চৌধুরী, শীতল মল্লিক উত্তম, সৈয়দ আসাদুজ্জামান লিমন, মোঃ সেলিম উল্ল্যাহ, মোঃ নুর জামাল আতিক, নাজিম উদ্দিন, জেরম গোমেজ রনি, হারুন উর রশিদ, মোহাম্মদ মনসুর, মোঃ নাজিম উদ্দীন।

পাঠকের মতামত: