ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া নেওয়ার সিদ্ধান্ত

নিউজ ডেস্ক :: গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাস মালিক সমিতি। মঙ্গলবার (৩০ নভেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঢাকা মহানগর শাখা ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের যৌথসভায় এ কথা বলেন তিনি।

সর্বশেষ গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভার সিদ্ধান্ত এবং সম্পাদকমণ্ডলীর সভার সিদ্ধান্ত বাস্তবায়নে এ সভার আহ্বান করে দলটি। সভার সূচনা বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, গণপরিবহন মালিকদের সংগঠন শিক্ষার্থীদের হাফ ভাড়া নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। আজকে তারা এর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ।

পাঠকের মতামত: