ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাচ্ছেন ফখরুল

অনলাইন ডেস্ক ::

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ ২৯মার্চ বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে দেখা করতে যাবেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শাইরুল কবির এ তথ্য নিশ্চিত করে বলেন, আজকের ইউনিয়ন পরিষদ নির্বাচন ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় বিষয় নিয়ে বিএনপি চেয়ারপারসন ও মহাসচিবের মধ্যে আলোচনা হতে পারে।

উল্লেখ্য, ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক ড. আখতারুজ্জামানের আদালত খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন। একই আদালত খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয় আসামির প্রত্যেককে ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করেন। রায়ের পর থেকে কারাগারে আছেন খালেদা জিয়া।

পাঠকের মতামত: