ঢাকা,শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতার আরো ৪ মামলা স্থগিত

khalaবিএনপির চেয়ার পারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা নাশকতার আরো ৪ মামলা স্থগিত করেছেন হাইকোর্টে। মামলাগুলোর মধ্যে দারুস সালাম থানায় দুইটি ও যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি মামলা রয়েছে।

আজ বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এএনএম বশির উল্লাহ সমন্বয় গঠিত বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে এই মামলাগুলো কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন।

খালেদার পক্ষে আদালতে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এজে মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল ও ব্যরিষ্টার বদরুদ্দোজা বাদল।

পাঠকের মতামত: