ঢাকা,বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খাগড়াছড়িকে ১-০ গোলে হারিয়ে কক্সবাজারের শুভ সূচনা

সংবাদ বিজ্ঞপ্তি :: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত বঙ্গবন্ধু চ্যাম্পিয়নশীপ ফুটবল প্রতিযোগিতার কক্সবাজার ভ্যানুর খেলা উদ্বোধন হয়েছে।

এতে কক্সবাজার ও খাগড়াছড়ি জেলার মধ্যে প্রথম খেলায় ১-০ গোলে জয় পেয়েছে স্বাগতিক কক্সবাজার জেলা দল। দলের পক্ষে ৪১ মিনিটে হানিফ এক মাত্র গোলটি করেন। ৩ ডিসেম্বর (শুক্রবার) বিকাল ৩টায় রামু বিকেএসপি মাঠে উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ।

জেলা প্রশাসক প্রথমে খেলোয়াড়দের সাথে পরিচয় হন পরে বেলুন উড়িয়ে খেলার আনুষ্টানিক উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন,পর্যটনের পাশাপাশি খেলাধুলায় কক্সবাজারের একটি সুনাম আছে,সেই সুনাম অক্ষুন্য রাখতে হবে।

এ সময় তিনি উঠতি বয়সের ছেলেমেয়েদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় বেশি করে মনোনিবেশ করার আহবান জানান।

এতে সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ফজলুল করিম সাঈদী। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন, রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা, এ্যাসিলেন্ড রিগান চাকমা, জেলা ডিএফএ সহ সভাপতি পৌর কাউন্সিলার হেলাল উদ্দিন কবির, সহ সভাপতি সোয়েব ইফতেখার,কোষাধ্যক্ষ ও কোচ মাসুদ আলম,নির্বাহী সদস্য খালেদ আজম বিপ্লব, শিপন বড়ুয়া, পরিমল, কোচ খালেদ হোসেন, কক্সবাজার ক্রীড়া লেখক সমিতির সভাপতি সাংবাদিক মাহাবুবুর রহমান, নির্বাহী সদস্য ছৈয়দ আলম, জেলা রেফারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল কাশেম কুতুবী, ডিএফএ সদস্য মোহাম্মদ হানিফ,তারকা ফুটবলার সিরাজুল করিম, ইব্রাহিম বাবু, ফাহিম সহ বিভিন্ন সাবেক এবং বর্তমান খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: