ঢাকা,বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

খতিবে আজমের ছেলে শোআইব নোমানীর জানাযা সম্পন্ন চকরিয়ায়

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :
যুক্তফ্রন্টের সাবেক সাংসদ খতিবে আজম ছিদ্দিক আহমদ (র) এর সুযোগ্য পুত্র, চকরিয়া বরইতলী ফয়জুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা শোআইব নোমানীর জানাযার নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে ।

শোআইব নোমানী  গতকাল ৩ জানুয়ারি রাত ১টায় ইন্তেকাল করেন। আজ ৪ জানুয়ারী বাদে আসর মাদ্রাসা সংলগ্ন বিলে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে ।

জানাযা পূর্বে সমাবেশে বক্তব্য রাখেন, মরহুমের ছেলে ডাঃ রাকিব, হাটহাজারী মাদ্রাসার শিক্ষা পরিচালক মুফতি জসিম উদ্দিন, ফোরকান আহমদ, বালাগুল মুবিন মাদ্রাসার পরিচালক মুফতি এনামুল হক, মুফতি আবু তাহের, চট্টগ্রাম এমইএস কলেজের সাবেক প্রফেসর ড.আ ফ ম খালেদ হোসেন, সরওয়ার কামাল আজিজি।

এসময় বক্তারা বলেন, নোমানীর মৃত্যু একটি জাহানের মৃত্যু। তিনি পরহেজগার ও দ্বীনদার ব্যাক্তি ছিলেন, তিনি একজন দান বীর ছিলেন, তার হাতে দ্বীনের অতুলনীয় খেতমত হয়েছে ।

পাঠকের মতামত: