ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

ক্রীড়াঙ্গনের জনপ্রিয় মুখ মাশরাফি করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক ::
ক্রীড়াঙ্গনের অন্যতম জনপ্রিয় মুখ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। এর আগে শুক্রবার করোনা ধরা পড়ে আরেক ক্রিকেটার নাফিস ইকবালের।

দুদিন ধরেই জ্বর,গলাব্যথা ও মাথাব্যথা মাশরাফির। করেনোর উপসর্গ থাকায় শুক্রবার পরীক্ষা করালে আজ শনিবার (২০ জুন) দুপুরে তার করোনার ফলাফল ‘পজিটিভ’ আসে।

উল্লেখ্য, মাশরাফির শ্বাশুড়ি ও স্ত্রীর বোন করোনায় আক্রান্ত হয়েছেন আগেই। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তারা। তবে তাদের সংস্পর্শে আসেননি মাশরাফি। আক্রান্ত হয়েছেন অন্য কোনোভাবে।

জানা যায়, করোনাভাইরাসের প্রকোপ শুরুর পর এলাকার মানুষের সহায়তার জন্য দুই দফায় নড়াইল গিয়েছিলেন মাশরাফি। তবে সেটিও বেশ আগে। নড়াইল থেকে ঢাকায় ফিরে আলাদা একটি বাসায় কোয়ারেন্টাইনে ছিলেন দুই সপ্তাহ। তারপর বাসায় ফিরে সাবধানেই ছিলেন। বাইরে খুব একটা যাননি। তারপরও রক্ষা পেলেন না আক্রান্ত হওয়া থেকে।

পাঠকের মতামত: