বিনোদন ডেস্ক :::
বলিউড অভিনেত্রী ক্যাটনিরা কাইফ ও অভিনেতা রনবীর কাপুরের মধ্যকার সম্পর্ক যে ভেঙে গেছে তা হয়তো সবারই জানা। যদিও এ বিষয়ে কেউই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলেননি। যাহোক, সম্পর্ক ভেঙে গেলে তা পুনরায় স্থাপনের চেষ্টা করেন কেউ কেউ। যেমনটা ভারতের ক্রিকেট সেনসেশন বিরাট কোহলি করছেন। অভিনেত্রী অানুশকা শর্মার সঙ্গে তার সম্পর্ক ‘প্রায় ভেঙে’ গেছে বলে শোনা যাচ্ছে। তবে কোহলি তা পুনরায় সচল করার চেষ্টা করছেন বলে শোনা যাচ্ছে। কোহলির মতোই ক্যাটরিনাও রনবীরের সঙ্গে সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করেছেন বলে খবরে বলা হচ্ছে। তবে ক্যাটরিনার এমন প্রচেষ্টায় নাকি সরাসরি না বলে দিয়েছেন রনবীর! স্থানীয় সেলিব্রেটি মিডিয়া ‘ডেকান ক্রনিকল’র এক খবরে এমনটা বলা হয়েছে।
সম্প্রতি এক পার্টিতে সাবেক বয়ফ্রেন্ড রনবীরের সঙ্গে দেখা হয়েছিল ক্যাটরিনার। সেখানে নাকি হেঁটে রনবীরের কাছে গিয়ে তাকে পুনঃস্থাপনের প্রস্তাব দিয়েছিলেন এ অভিনেত্রী। তবে রনবীর এ প্রস্তাব সরাসরি ফিরিয়ে দিয়ে সম্পর্ক ‘ওভার’ [শেষ] বলে তাকে জানিয়ে দেন। রনবীরের এমন প্রতিক্রিয়া ক্যাটরিনা ‘মারাত্মক হতাশ’ হয়েছেন বলে পার্টিতে উপস্থিত এক ব্যক্তির বরাত দিয়ে খবরে বলা হয়। খবর টাইমস নিউজ নেটওয়ার্কের
পাঠকের মতামত: