ঢাকা,বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

কোলে রেখে করিম বাচঁলেও বাঁচাতে পারলাম না মাবুদকে

nafজসিম মাহমুদ, টেকনাফ ::

নিজের কোলে রেখেও ছেলেকে বাঁচাতে পারলাম না বলে আক্ষেপ করে বিলাপ করছেন মা হামিদা খাতুন।

তিনি বলেন, জমজ দুই সন্তান আব্দুল মাবুদ ও আব্দুল করিম। তাদের বয়স (৪০) দিন। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টায় মিয়ানমারের নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে নৌকা উঠি বাংলাদেশে পাড়ি দিব বলে। সঙ্গে ছিলেন ছোট বোন মাহমুদা খাতুন। তাদের বাবা রশিদ আহমদ গত ৩১ আগস্ট সন্ধ্যার আগে থেকে নিখোঁজ হয়ে পড়ে। এর আগে ওইদিন বিকেলের সেনা ও নাডালা বাহিনীর সদস্যরা গ্রামে হামলা চালায়। ওই সময় গ্রামবাসীর উপর বৃষ্টির মতো গুলি ছুঁেড় সেনা সদস্যরা। ওই সুযোগে ঘরবাড়ি ছেড়ে লোকজন পালিয়ে পাশ্ববর্তী পাহাড়ে আশ্রয় নেয়। কিন্তু তাতে ও সেনা বাহিনীর সদস্যদের পেট ভরেনি। তাঁরা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছেন ঘর-বাড়ি। আর, তার আগেই নাডালা বাহিনীর সদস্য ঘরের জিনিসপত্র লুটপাঠ করতে থাকে।

প্রাণে বাচঁতে দুই জমজ শিশুকে নিয়ে মিয়ানমারের রাচিদং শহরের পিন দং গ্রাম থেকে পালিয়ে নাইক্ষ্যংদিয়া এলাকায় এসে অবস্থান করি গতকাল বৃহস্পতিবার সকাল ছয় টা পর্যন্ত। ছেলেদের বাবা রশিদ আহমদের কোন ধরনের খোঁজ খবর না পেয়ে ছোট বোন মাহমুদা খাতুনকে সঙ্গে নিয়ে নৌকায় করে সাগর পাড়ি দিয়ে টেকনাফে অনুপ্রবেশের চেষ্টাকালে বেলা ১১টার দিকে শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া সাগর উপকূলে নৌকাটি উল্টে ডুবে যায়। তখন আমার (মা হামিদা খাতুনে) কোলে মাবুদ আর খালার কোলে ছিল করিম। পরে তাদের দুজনকে মুমূর্ষু অবস্থায় সাগর থেকে উদ্ধার করা হয় এবং স্থানীয় এক পল্লী চিকিৎসকের সহযোগিতায় করিমকে বাচাঁনো সম্ভব হলেও মারা গেছেন মাবুদ।

পাঠকের মতামত: