ঢাকা,সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

কোরিয়ার ক্ষেপনাস্ত্র উৎক্ষেপণে উদ্বিগ্ন বাংলাদেশ

porঅনলাইন ডেস্ক :::

উত্তর কোরিয়া এক মাসের মধ্যে দ্বিতীয়বার দূরপাল্লার ব্যালাস্টিক ক্ষেপনাস্ত্র উৎক্ষেপণে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। আন্ত:মহাদেশীয় এই ক্ষেপনাস্ত্র যুক্তরাষ্ট্রের যেকোনো স্থানে হামলা করতে সক্ষম বলে দাবি করেছে পরমাণু শক্তিধর দেশটি।

আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ক্ষেপনাস্ত্র উৎক্ষেপণের মাধ্যমে উত্তর কোরিয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সম্পূর্ণ অবজ্ঞা প্রকাশ করেছে এবং জাতিসঙ্ঘ নিরাপত্তা কাউন্সিলের সংশ্লিষ্ট প্রস্তাবের বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে। এনপিটি ও সিটিবিটি সাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগের বিপক্ষে এবং পরমাণু অস্ত্র নির্মূলে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করবে।

এতে বলা হয়েছে, সমন্বিত শান্তি ও নিরাপত্তায় আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসঙ্ঘের বাধ্যবাধকতা পূরণ করার জন্য উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানাচ্ছে বাংলাদেশ। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে উত্তর কোরিয়াকে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।

পাঠকের মতামত: