ঢাকা,রোববার, ৫ জানুয়ারী ২০২৫

কোটবাজার স্টেশনে প্রকাশ্যে ব্যবসারীর দুই লাখ টাকা ছিনতাই

ফারুক আহমদ, উখিয়া ::  উখিয়ার কোটবাজার স্টেশনে প্রকাশ্যে দিবালোকে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার বিকেলে জাহাঙ্গীর আলম নামক এক পল্ট্রি ফিড ব্যবসায়ীকে দেশিয় অস্ত্রের ভয় দেখিয়ে সন্ত্রাসীরা দুই লাখ টাকা ছিনিয়ে নেয়। খবর পেয়ে উখিয়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছেন বলে জানা গেছে।

এলাকাবাসীরা জানান, উপজেলার রত্না পালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ভালুকিয়া পালং গ্রামের জাফর আলমের পুত্র জাহাঙ্গীর আলম একজন মুরগীর খাদ্য ব্যবসায়ী। ভালুকিয়া হারুন মার্কেটে সিফাত এন্টারপ্রাইজ নামক পল্ট্রি ফিড প্রতিষ্টানের মালিক তিনি।

থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা গেছে, গত ২০ মার্চ কোটবাজার ইসলামী ব্যাংক হতে দুই লাখ টাকা উত্তোলন করে। কাজ কর্ম শেষ করে বিকেল ৪ টা ৩০ মিনিটের সময় কোটবাজার ভালুকিয়া সড়কের ডাক্তার শামসুল আলমের ফার্মেসীর সামনে গাড়ির জন্য অপেক্ষা করছিল। ওই সময় ৪/৫ জন চিহ্নিত সন্ত্রাসী জাহাঙ্গীর কে বুকে পিঠে চুরি ধরে ভয় দেখিয়ে ২ লাখ টাকা ছিনিয়ে নেয়।

ছিনতাইয়ের শিকার হওয়া ব্যবসায়ী জানান, ভালুকিয়া মাতবর পাড়া গ্রামের মৃত রাহমত সওদাগরের পুত্র হামিদুল হকের নেতৃত্বে ৪/৫ জন সন্ত্রাসী পরিকল্পিত ভাবে ধারালো চুরি দিয়ে হত্যার ভয় দেখিয়ে প্রকাশ্য দিবালোকে টাকা ছিনতাই করেছে। ওই সময় শোর চিৎকার দিলে লোকজন এগিয়ে আসলে ছিনতাই কারীরা পালিয়ে যায়।

এ ব্যয়পারে জাহাঙ্গীর আলম বাদী হয়ে হামিদুল, আবুল কালাম, আরফাত হোসেন রয়েল ও মুসলিম উদ্দিন কে আসামী করে থানায় এজাহার দায়ের করেছে ।

থানায় ডিউটি অফিসার জানান, লিখিত এজাহারের ভিত্তিতে তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

পাঠকের মতামত: