ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

কুতুব আউলিয়া শামসুল উলুম আজিজিয়া দাখিল মাদরাসায় স্টুডেন্ট কেবিনেট নির্বাচন সম্পন্ন

‍ুুুুুআবু আব্বাস সিদ্দিকীঃ 

কুতুবদিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টান কুতুব আউলিয়া শামসুল উলুম আজিজিয়া দাখিল মাদরাসায় স্টুডেন্ট কেবিনেট নির্বাচন সম্পন্ন হয়েছে। গত ৩১ মার্চ বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে বিকাল ২ টা পযর্ন্ত একটানা বিরতিহীন ভাবে ভোট গ্রহন অনুষ্টিত হয়। ৭টি পদের জন্য ১৬ জনপ্রার্থী প্রতিদ্বন্ধিতা করে। স্বতস্ফূর্ত ভোটে বিজয়ী ৭ জন হলেন সানজিদা মোস্তারী সিদ্দিকী (৬ষ্ঠ), আবুল মনছুর (৬ষ্ঠ), তানিয়া সোলতানা (৭ম), হাফসা মেহেনাজ পাখি (৭ম) মোঃ ইদ্রিস (৮ম), মোবারক হোসাইন (৯ম), হাছান মুরাদ (১০ম)।

পাঠকের মতামত: