ঢাকা,সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

কুতুব‌দিয়ার তাবালেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে উদ্ধার করা মালামাল ৩ লাখ ৭৫ হাজার টাকায় নিলাম

jal-jeleমুহাম্মদ গিয়াস উ‌দ্দিন, কুতুব‌দিয়া থে‌কে ফি‌রে :::
কুতুব‌দিয়া উপজেলায় আলী আকবর ডেইল ‘পূর্ব তাবালেরচর রেডক্রিসেন্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়’ কক্ষে রাখা ধান, ফিশিংবোটের জাল, রশিসহ বিভিন্ন মালামাল গতকাল বুধবার উদ্ধার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সালেহীন তানভীর গাজী।। এ সময় থানা পুলিশ, সহকারি শিক্ষা কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করে দায়ি ব্যক্তিকে ১হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মালামালের মালিককে বহু অনুরোধ করা সত্বেও হাজির না হওয়ায় শেষ পর্যন্ত উদ্ধারকৃত মালামাল ৩ লাখ ৭৫ হাজার টাকায় সর্বোচ্চ ডাককারি আবদুল মাবুদকে হস্তান্তর করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু তৈয়ব বিগত দেড় বছর ধরে অবৈধভাবে ওই মালামাল বিদ্যালয় কক্ষে রেখেছিলেন বলে প্রধান শিক্ষকসহ স্থানীয়দের অভিযোগে জানা গেছে। এ সময় ওই সভাপতির বসতঘর থেকে বিদ্যালয়ের ২টি বেঞ্চও উদ্ধার করা হয়। বার বার তাগাদা দেয়া সত্ত্বেও তিনি কোন প্রকার কর্ণপাত না করায় অবশেষে ওই মালামাল উদ্ধার পূর্বক নিলাম দিতে বাধ্য হয়েছেন বলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানিয়েছেন। নিলামে অংশগ্রহণকারি অপর ৩ ব্যক্তি হলেন মুহাম্মদ আবুল ফয়েজ বাবুল, ওসমান গনি ও শাহাব উদ্দিন। এটিসহ আরো বেশ কয়েকটি চাঞ্চল্যকর বিষয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা ও সাজা দেয়ার ঘটনায় টক অব-দ্যা কুতুবদিয়া এবং সাধারণ জনগণের প্রশংসা অর্জন করতে সক্ষম হন ইউএনও।

পাঠকের মতামত: