ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

কুতুবদিয়া উপজেলা নির্বাচনে হুমায়ুন ও বিউটি নির্বাচিত

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচনে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী হুমায়ুন কবির সিকদার ১১১০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম ও একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন আকবর খান (প্রতীক-উড়োজাহাজ) পেয়েছেন ৯৮২৪ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাসিনা আক্তার বিউটি (কলস) প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রাপ্ত ভোট-১৩৯২৫ টি। একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন বর্তমান ভাইস চেয়ারম্যান সৈয়দা মেহেরুন্নেছা (প্রতীক- কলস)। তাঁর প্রাপ্ত ভোট-৬৭৬৪ টি। বিষয়টি সহকারী রিটার্নিং অফিসার-২ ও কুতুবদিয়া উপজেলা নির্বাচন অফিসার সিবিএন-কে নিশ্চিত করেছেন।বৃহস্পতিবার ১৩ জুন কুতুবদিয়া উপজেলা পরিষদের দু’টি ভাইস চেয়ারম্যান পদে ৩৭ ভোটকেন্দ্রে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোট কাষ্ট হয়েছে শতকরা ২৫’৩৬ ভাগ।

পাঠকের মতামত: