মুহাম্মদ গিয়াস উদ্দিন, কুতুবদিয়া থেকে ফিরে :::
কক্সবাজারের সাগরদ্বীপ কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম নুরুল বশর চৌধুরীকে চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গত ২৭/০২/২০১৭ ইংরেজী তারিখে ফেব্রেুয়ারী স্থানীয় সরকার, পলী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব লুৎফুর নাহার স্বাক্ষরিত ২২৮ নং প্রজ্ঞাপমূলে এ আদেশ জারি করা হয়।
ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, কুতুবদিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধুরীর বিরুদ্ধে কুতুবদিয়া থানায় মামলা নং ০৮, তাং ২৪/১১/২০১৩ ইংরেজী (জিআর ১২৩/১৩ইং) এর অভিযোগপত্র বিজ্ঞ আদালত কর্তৃক গ্রহীত হয়েছে। যেহেতেু নুরুল বশর চৌধুরীর নামে করা অভিযোগটি আদালত কর্তৃক গৃহীত হয়েছে সেহেতু তার উপজেলা পরিষদ আইন ১৯৯৮ (সংশোধিত) আইন, ২০১১ এর ১৩খ (১) ধারা অনুসারে কুতুবদিয়া উপজেলার পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ জনস্বার্থ পরিপন্থী। তাই নুরুল বশর চৌধুরীকে তার পদ থেকে সাময়িক বহিষ্কারাদেশ জারি করা হয়।
উল্লেখ্য যে, ইতিপূর্বেও কয়েকটি মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় এটিএম নুরুর বশর চৌধুরীকে স্থানীয় সরকার মন্ত্রণালয় সাময়িকভাবে বহিস্কার করেছিল।
পাঠকের মতামত: