ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

কুতুবদিয়া ইউএনও’র ব্যতিক্রম ত্রাণ বিতরণ

আব্বাস সিদ্দিকী. কুতুবদিয়া ::
কুতুবদিয়ায় লকডাউন অমান্য করে টমটম গাড়ী নিয়ে রাস্তায় আসা চালকদের জরিমানা বদলে খাদ্য সহায়তা দিয়ে বাড়ী পাঠিয়ে দিয়েছেন প্রশাসন।

বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে প্রশাসন ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের মাধ্যমে আটককৃত ৫০ জন টমটম গাড়ী চালকদের উপজেলা পরিষদে এ খাদ্য সামগ্রীর পকেট তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. নুরের জামান চৌধুরী।

খাদ্যসামগ্রীর প্রতি পকেটে ছিল ১০ কেজি চাউল, ২ কেজি আলু, ২ কেজি ডাল, ২ কেজি পেঁয়াজ ও ১ লিটার তেল। এসময় সঙ্গে ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার, জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুজ্জামান দেওয়ানজী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস, কনক রায় সহ প্রমুখ।

জানা যায়, জেলা প্রশাসকের নির্দেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে ভিন্ন ভাবে দেখছেন টমটম গাড়ী চালক ও স্থানীয়রা।

উল্লেখ, উপজেলার মোট ২৫০ পরিবারকে দেয়া হচ্ছে। তবে গত বুধবার ৭০ পরিবারকে দেয়া হয়েছে। পরবর্তীতে আরও ১৩০ পরিবারকে দেয়া হবে।

পাঠকের মতামত: