ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

কুতুবদিয়ায় ২ ইয়াবা বিক্রেতা আটক

কুতুবদিয়া প্রতিনিধি ::নকুতুবদিয়ায় ইয়াবাসহ দুই বিক্রেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার আটককৃতদের আদালতের মাধ্য মে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, বুধবার রাতে দক্ষিণ ইউনিয়ণের ধুরুংকাঁচা গ্রামের জাফর আহমদের ছেলে পেশাদার মাদক কারবারি মোঃ ইসমাইল (৪৭) ও একই ইউনিয়নের নয়াপাড়া এলাকার মৃত আব্দুল করিমের ছেলে মোঃ জয়নাল প্রকাশ শুনু (৪১) গোপনে ইয়াবা বড়ি বিক্রির খবর পেয়ে থানার এসআই সুজন দাশসহ পুলিশ ধুরুং হাই স্কুল ষ্টেডিয়িমের পাশে অভিযান চালিয়ে দু’জনকে আটক করা হয়। এসময় তাদের কাছে ৪০ পিচ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্যচ নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে বলে জানান ওসি।

পাঠকের মতামত: