ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

কুতুবদিয়ায় ১৩,৫০০ বর্গফুটের মানব পতাকা

কুতুবদিয়া প্রতিনিধি :: আজ ২৬ মার্চ মহান স্ব্ধাীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক দেশের প্রথম ও বৃহৎ মানব জাতীয় পতাকা ডিসপ্লে প্রদর্শিত হয়েছে।

আজ শনিবার (২৬ মার্চ) সকাল ১১টার দিকে কুতুবদিয়া ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ধুরুং স্টেডিয়ামে ছাত্র-ছাত্রীদের নিয়ে মানব পতাকা ডিসপ্লে‘র আয়োজন করে। এতে ১৭ শতাধিক শিক্ষার্থী অংশ নেয় বলে বিদ্যালয় সূত্র জানায়। বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সমীর শীল বলেন, স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে ধুরুং স্টেডিয়ামে বিশেষ আয়োজন ছিল শিক্ষার্থীদের নিয়ে মানব পতাকা ডিসপ্লে প্রদর্শন। সাড়ে ১৩ হাজার বর্গফুটের মানব পতাকার দৈর্ঘ্য ১৫০ ফুট ও প্রস্থ ৯০ ফুট। এতে ১৭ হাজার ১৭ জন ছাত্র-ছাত্রী অংশ নেয়। কুতুবদিয়ার ইতিহাসে নয় সারা দেশের মধ্যে একক প্রতিষ্ঠান ভিত্তিক শিক্ষার্থী নিয়ে এটি দেশের প্রথম ও বৃহৎ মানব পতাকা বলে তারা দাবি করেন।

ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ অধ্যক্ষ মোর্শেদুল আলম চকরিয়া নিউজকে বলেন, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে বিশেষভাবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপনের লক্ষ্যে তারা তাদের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠানের ১৭ শতাধিক ছাত্র-ছাত্রী নিয়ে দেশের একক প্রতিষ্ঠান হিসেবে বৃহৎ মানব পতাকার ডিসপ্লে প্রদর্শন করতে সক্ষম হয়েছেন। ধুরুং স্টেডিয়ামে শিক্ষার্থীদের মানব পতাকার ডিসপ্লেটি উপজেলা নির্বাহি অফিসার মো: নুরের জামান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন।

এসময় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মন্জুর আলম সিকদারের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে দক্ষিণ ধুরুং ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ, উপজেলা আ‘লীগের সদস্য মোহাম্মদ আজম সিকদার, লেমশীখালী ইউনিয়ন আ‘লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, দক্ষিণ ধুরুং ইউনিয়ন আ‘লীগের সাধারণ সম্পাদক সাইফুল আলম সিকদার প্রমূখ বক্তব্য রাখেন।

পাঠকের মতামত: