ঢাকা,বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

কুতুবদিয়ায় সন্তানদের হামলায় পিতা আহত

নিজস্ব প্রতিনিধি, কুতুাদিয়া ::

কুতুবদিয়া উপজেলায় পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুত্র-কন্যাদের হামলায় গুরুতর আহত হয়েছে পিতা জাবের আহম্মদ প্রকাশ ভেট্টু কোম্পানী (৬৫)। ঘটনাটি ঘঠেছে. আজ ২৫ সেপ্টম্বর (মঙ্গলবার) বিকাল ৪টার সময় উপজেলার আলী আকবর ড়েইল ইউনিয়নের পুতিন্যার পাড়া এলাকায়।

প্রত্যক্ষদর্শী সুত্রে প্রকাশ, পুতিন্যার পাড়া এলাকার মৃত আজিজুর রহমানের পুত্র জাবের আহম্মদ প্রকাশ ভেট্টু কোম্পানী প্রথম স্ত্রী মরিয়ম খাতুন (৫০) কে নিয়ে পুত্র-কন্যাসহ নিজ বাড়ীতে বসবাস করতো। প্রথম স্ত্রীর অনুমতিক্রমে গত ১৪ বছর পূর্বে আলী আকবর ড়েইল ইউনিয়নের আনিছের ড়েইল এলাকায় মোঃ রশীদের মেয়ে রীফা আকতার (৩৪) কে বিয়ে করেন। বিয়ের পর থেকে রীফা সন্তান নিয়ে বাপের বাড়িতে থাকতো। আজ ২৫ সেপ্টম্বর ২য় স্ত্রী সন্তান নিয়ে জা্েবর আহম্মদের নিজ বাড়ীতে আসলে প্রথম স্ত্রী, সন্তানরা পিতা জাবের আহম্মদের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করেন। আহতকে এলাকাবাসী উদ্ধার করে কুতুবদিয়া সরকারী হাসপাতালে ভর্তি করান।

এ ব্যাপারে আহত জাবের আহম্মদ প্রকাশ ভেট্টু কোম্পানী হাসপাতালে এ প্রতিবেদককে জানায়, দীর্ঘ ১৪ বছর পর আজ ২৫ সেপ্টম্বর বিকালে আমার ২য় স্ত্রী ও সন্তানদের নিজ বাড়িতে নিয়ে আসলে আমার পুত্র মো: ফারুক (২৮), মেয়ে শাহানা আকতার (২২), রুবি আকতার (৩০), প্রথম স্ত্রী মরিয়ম খাতুন (৫০) হাতুড়ি, দা, চুরি, লোহার রড় নিয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানায়।

পাঠকের মতামত: