ঢাকা,বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪

কুতুবদিয়ায় ভাতের প্যাকেট নিয়ে মারামারি, নিহত ১

কক্সবাজার প্রতিনিধি :: কুতুবদিয়ায় দুই গ্রুপের সংঘর্ষে ফরহাদুল ইসলাম আরজু (২০) নামের একজন নিহত হয়েছেন। এঘটনায় আরো ৬ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ মে) দুপুর ২টার দিকে উপজেলার আলি আকবর ডেইল ইউনিয়নের ঘাটকুল পাড়া এলাকায় এঘটনা ঘটে বলে জানিয়েছেন কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির। নিহত ফরহাদুল ইসলাম আরজু ওই এলাকার মোহাম্মদ আরাফাতের ছেলে।
আহতরা হলেন আলি আকবর ডেইল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড়ের মৃত নজরুল ইসলামের ছেলে শেফায়েত (৪০), গোলাম কুদ্দুসের ছেলে তাহশিফ (১৮), আনিসুর রহমানের ছেলে নিশাত (১৭), মোস্তাক আহমেদের ছেলে ফোরকান আলি (১৮) ও মো. টিপুর ছেলে রিয়াদ(১৯)।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির বলেন, কুতুবদিয়া আলি আকবর ডেইল ইউনিয়নে ঘাটকুল পাড়া গ্রামে একটি এনজিও শিশু শ্রম রোধে কমিউনিটি পর্যায়ে আলোচনা সভা করে। এতে ভাতের প্যাকেট বিতরণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সংঘর্ষ হলে দুপক্ষের ছুরি মারামারিতে ফরহাদুল ইসলাম আরজু ছুরিকাঘাত হন। তাকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

পাঠকের মতামত: