ঢাকা,বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

কুতুবদিয়ায় বজ্রপাতে হতাহত ২

00কুতুবদিয়া প্রতিনিধি ::::

কুতুবদিয়ায় বজ্রপাতে এক ব্যক্তি নিহত ও পৃথক ঘটনায় আরেকজন আহত হয়েছে বলে জানা গেছে। আহতকে কুতুবদিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, ১৩জুন (মঙ্গলবার) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার লেমশীখালী ইউনিয়নের করলা পাড়ার বাসিন্দা জাহাঙ্গীরের পুত্র দিনমজুর ছোটন (৩২) বাড়ির পার্শ্ববর্তী খালে মাছ ধরতে গেলে হঠাৎ বজ্রপাতের আঘাতে সে অজ্ঞান হয়ে পড়ে। এলাকাবাসি তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সে স্থানীয় মুজিব কিল্লায় ভূমিহীন হিসেবে বসবাস করে আসছিল। তার ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে।

অপর দিকে বড়ঘোপ মুরালিয়া গ্রামের মো. ইদ্রিসের কন্যা এ্যানি (১৬) বাড়িতে কাজ করার সময় বজ্রপাতের বিকট শব্দে অজ্ঞান হয়ে পড়ে। দ্রুত তাকে হাসপাতালে এনে ভর্তি করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত সে কুতুবদিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পাঠকের মতামত: