ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

কুতুবদিয়ায় বজ্রপাতে নিহত ২, আহত ১

নিজস্ব প্রতিনিধি, কুতুবদিয়া :: xকুতুবদিয়ায় বজ্রপাতের পৃথক ঘটনায় শুক্রবার দুজন নিহত হয়েছে। আহত হয়েছে একজন।
নিহত ব্যক্তিরা হলেন, উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের তবলরচর এলাকার মৃত আবু জাফরের পুত্র সাহাব উদ্দিন (৬০)। সে স্থানীয় শামসুল আলমের মালিকানাধীন লবণ বোটের মাঝি হিসেবে কর্মরত ছিলেন। এসময় আকস্মিক বজ্রপাতের ঘটনা ঘটে। এদিকে, প্রায় একই সময়ে বড়ঘোপ ইউনিয়নের আমজাখালীর সাগর চ্যানেলে বালুর বাল্কহেডের শ্রমিক সাহাব উদ্দিন (৪৫) বজ্রপাতের কবলে পড়েন। সে পটুয়াখালীর গলাচিপা গজালিয়া এলাকার ছাত্তার হাওলাদারের পুত্র। তাদের দু’জনকে আহত অবস্থায় কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার হলে কর্তব্যরত চিকিৎসক কামরুল হাসান উভয়কে মৃত ঘোষণা করেন।

অপর দিকে, বড়ঘোপ ইউনিয়নের জেলে পাড়ার প্রবাস দাশের স্ত্রী সুশীলা (২৬) বজ্রপাতের বিজলি ও প্রচন্ড আওয়াজে অজ্ঞান হয়ে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

পাঠকের মতামত: