ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

কুতুবদিয়ায় পানিতে ডুবে দুই দিনে তিন শিশুর মৃত্যু

কুতুবদিয়া প্রতিনিধি ::
কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় থামানো যাচ্ছে না পানিতে ডুবে শিশু মৃত্যুর মিছিল। গত দুই দিনে পানিতে ডুবে মারা গেছে তিন শিশু। দ্বীপের সাধারণ মানুষের ব্যবহৃত পুকুর ও ডুবাগুলো যেন পরিণত হয়েছে মৃত্যুপুরিতে।

কুতুবদিয়া হাসপাতাল সূত্রে জানা যায়, ২০ অক্টোবর (রবিবার) পৃথক পৃথক সময়ে পানিতে ডুবে মারা গেছে এক বছর বয়সের দুই অবুঝ শিশু। তাদের একজন বড়ঘোপ ইউনিয়নের ঘোনার মোড় গ্রামের জনৈক ফোরকানের শিশু কন্যা তাসফিয়া (০১)।

সে ওইদিন সকাল ৯টার দিকে বাড়ি সংলগ্ন পুকুরে ডুবে মারা যায়। এবং অন্যজন দক্ষিণ ধুরুং ইউনিয়নের জনৈক জামাল উদ্দিনের শিশু কন্যা হুমাইরা (০১)। এই শিশুটিও একই দিন দুপুরের দিকে বাড়ি সংলগ্ন পুকুরে ডুবে মারা যায়।

এর আগে ১৯ অক্টোবর (শনিবার) দুপুরের দিকে পানিতে ডুবে মারা যায় উত্তর ধুরুং ইউনিয়নের মদন মিয়াজির পাড়ার হাসান শরিফের শিশু কন্যা তামান্না (০১)।

তাদেরকে ওই সময় কুতুবিদয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

এ নিয়ে গত দুই দিনে পানিতে ডুবে মারা গেল তিন অবুঝ শিশু।

পাঠকের মতামত: