ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

কুতুবদিয়ায় পরোয়ানাভুক্ত ৭ আসামি গ্রেফতার

পেকুয়া প্রতিনিধি ::
কুতুবদিয়ায় বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত ৭ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৬ সেপ্টেম্বর ) রাত ৮টা থেকে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) ভোর ৫ টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাদের মধ্যে জিআর মামলায় ৩ জন, সিআর মামলার ৪ জন আসামি রয়েছে।

তাঁরা হলেন, সিআর প্রসেস নং-২৬৯/২১, নূরুল করিব, সিআর প্রসেস নং-২৭১/২১ হেলাল, সিআর প্রসেস নং-২৭৪/২১ মোঃ তারেক, সিআর প্রসেস নং-২৭০/২১ বেলাল হোসেন, এবং জিআর প্রসেস নং-৩৫৯/২১ মোঃ ফারুক, জিআর প্রসেস নং-৩৯০/২১ মোঃ ফারুক, জিআর প্রসেস নং-৫৪৮/২০ নেজাম উদ্দিন।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার জানান, আদালতের নির্দেশ পেয়ে থানার পুলিশের একাধিক দল উপজেলার বিভিন্ন স্থানে আলাদা আলাদা অভিযান চালিয়ে এসব পরোয়ানাভূক্ত আসামিকে আটক করেন।

এসব আসামিদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিজ্ঞ আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করলেও তারা পলাতক ছিল। আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

পাঠকের মতামত: