ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

কুতুবদিয়ায় নতুন ইউএনও দীপংকর তঞ্চঙ্গ্যার যোগদান

স্টাফ রিপোর্টার, কুতুবদিয়া :: কুতুবদিয়ায় নতুন উপজেলা নির্বাহি অফিসার হিসেবে যোগদান করলেন দীপংকর তঞ্চঙ্গ্যা। মঙ্গলবার (৭ জুন) আনুষ্ঠানিক ভাবে কুতুবদিয়ায় কার্যভার গ্রহণ করেন।

এর আগে তিনি গত বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে জোগদান পত্র দাখিল করেন বলে নির্বাহি অফিস সূত্র জানায়। তিনি বিদায়ী নির্বাহি অফিসার মো: নুরের জামান চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন।

এদিকে নবাগত নির্বাহী অফিসারকে বরণ ও বিদায়ী নির্বাহী অফিসারকে বিদায় উপলক্ষে উপলক্ষে কর্মকর্তা, জনপ্রতিনিধিরা একাধিক অনুষ্ঠানের আয়োজন হয় কুতুবদিয়া অফিসার্স ক্লাবে।

উপজেলা পরিষদ হল রুমে নবাগত ইউএনও দীপংকর তঞ্চঙ্গ্যাকে বরণ অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, বিদায়ী নির্বাহি অফিসার মো: নুরের জামান চৌধুরী সহ বিভিন্ন দপ্তরের অফিসারগণ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: