ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

কুতুবদিয়ায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফিরে আসায় আনন্দ মিছিল:বিরল সম্মাননা!

mail.google.coেোাাাাাাাকুতুবদিয়া প্রতিনিধি ::

কুতুবদিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাহাব উদ্দিন কুতুবদিয়া আদালতে পুনরায় যোগদান করায় আনন্দ মিছিল করেছে কুতুবদিয়ার আপামর জনসাধারণ। গতকাল ১২ এপ্রিল’১৬ (মঙ্গলবার) এক বিরল সংবর্ধনার মাধ্যমে বড়ঘোপ ইস্টিমার ঘাটে ফুলের তুড়া দিয়ে এ ন্যয়বিচারককে ভালোবাসার চাঁদরে মুড়িয়ে লোনাজ্বলে সিক্ত করেছে দ্বীপবাসী। তাঁকে বরণ করতে দ্বীপের দূর্গম এলাকা থেকেও ছুটে এসেছে মানুষ। দ্বীপবাসীর এমন বিরল ভালবাসা দেখে চোখের জল ধরে রাখতে পারেননি এ বিচারক। এমন ভালোবাসায় সিক্ত হয়ে কুতুবদিয়াকে স্বীকৃতি দিলেন দ্বিতীয় মাতৃভূমি হিসেবে। কথা দিলেন ন্যয় বিচারের মাধ্যমে বাকি জীবনটা কাটিয়ে দেয়ার। কুতুবদিয়ার খেটেখাওয়া মানুষের প্রিয়মুখ কৈয়ারবিল ইউনিয়নের পরান সিকদার পাড়ার মরহুম ডাক্তার জাবের আহমদ চৌধূরীর সন্তান মনোয়ারুল ইসলাম চৌধুরী মুকুল এর ডাকে সাড়া দিয়ে ১২ এপ্রিল দুপুর সাড়ে ১১ টায় বড়ঘোপ ঘাটকে জনসমাবেশে পরিণত করে এ বিচারককে এমন বিরল সংবর্ধনা দেয় কুতুবদিয়া বাসী। যা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম বলে দাবী করছে দ্বীপের সচেতন মহল।

পাঠকের মতামত: