ঢাকা,বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

কুতুবদিয়ায় জাতীয় যুব দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, কুতুবদিয়া প্রতিনিধি ::

কুতুবদিয়া উপজেলায় আজ ১ নভেম্বর( বৃহস্পতিবার)  সকাল ১১ টায় উপজেলা প্রসাশন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর উদ্যেগে ” জেগেছে যুব গড়বে দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ ” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতীয় যুব দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

দিবসটির উপলক্ষে একটি বর্নাঢ্য র‍্যালী উপজেলা প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে দিবসটির উপর এক আলোচনা সভা নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার রায় এর সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তার প্রতিনিধি মিসবাহ উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি বক্তব্য রাখেন কুতুবদিয়া থানা ইনর্চাজ অফিসার দিদারুল ফেরদৌস,  কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর। এ সময় উপস্থিত ছিলেন একটি বাড়ী একটি খামারের সমন্বয়কারী শুপনন্দ বড়ুয়া, আনসার বিডিপি অফিসার ধন চরন,  সমাজ সেবা কর্মকর্তার প্রতিনিধি হাসান মুরাদ,  যুবলীগের আহবায়ক আবু জাফর সিদ্দিকী, আবু আব্বাস সিদ্দিকী,  উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী,  সাংবাদিক, শিক্ষক, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা ।

পাঠকের মতামত: