ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

কুতুবদিয়ায় চোলাই মদসহ এক নারী আটক

নিজস্ব প্রতিনিধি, কুতুবদিয়া :: প্রতিদিনের ন্যায় অ্ভিযান চালিয় রবিবার (২৬ জুন) রাত সাড়ে ৯ টায় মাদক ব্যবসায়ী গীতা রাণী দাসকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে  কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ এ. কে. এম. সফিকুল আলম চৌধুরীর নেতৃত্বে এসআই(নিঃ)/সঞ্জয় সিকদার, এসআই(নিঃ) মোস্তাক আহমদ, এএসআই (নিঃ) প্রভাকর বড়ুয়া, এএসআই(নিঃ) মোঃ আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স সহ বড়ঘোপ ইউপিস্থ কৈবর্ত্য পাড়া (জেলে পাড়া) অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী গীতা রাণী দাস (৫২), স্বামী- বাবুল ধুপী, সাং- কৈবর্ত্য পাড়া (জেলে পাড়া) কে আটক করা হয়।

এসময় গীতা রাণী দানের বসত ঘরের ভিতর হইতে ০৮ (আট) লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়। তাহার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন অবস্থায় আছে।

এছাড়াও থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনায় দেখা যায় কুতুবদিয়া থানার মামলা নং- ৫/৫৫, তাং- ২৭/০৯/২০০৫খ্রিঃ, ধারা- ২২(গ)/২২(ঘ) ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, কুতুবদিয়া থানার মামলা নং- ৭/৪১, তাং- ২৩/০৪/২০১৮খ্রিঃ, ধারা- ২২(গ)/২১/২৫ ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, কুতুবদিয়া থানার মামলা নং- ৮/১২৪, তাং- ২০/১১/২০১৯খ্রিঃ, ধারা- ৩৬(১) এর ২৪(খ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ পাওয়া যায়।

পাঠকের মতামত: