ঢাকা,শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪

কুতুবদিয়ায় এক জেলের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, কুতুবদিয়া ::

কুতুবদিয়ার সাগর পাড়ে ট্রলার থেকে নেমে স্রোতের তোড়ে তলিয়ে যাওয়া এরফান (২৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে। আজ শনিবার দিবাগত রাত ২ টার দিকে উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের পিল্লার পাড়ার পশ্চিমে সাগর কূলে এ ঘটনা ঘটে। এরফান ওই উপজেলার লেমশীখালী ইউনিয়নের এ হক পাড়ার বাসিন্দা মো. ইসমাইলের ছেলে।

জেলেরা জানান, মাছ ধরে সাগরের তীরে রমিজ আহমেদের মালিকানাধীন ট্রলাটি নোঙরে ছিল। ঘরে ফিরার উদ্দেশ্য ট্রলার থেকে কোমর পানিতে নামলে স্রোতের তোড়ে ডুবে যেতে থাকেন জেলে এরফান। তখন তার চিৎকার শুনে আশপাশের জেলেদের কয়েকটি ট্রলার তাকে উদ্ধারে এগিয়ে আসে। ততক্ষণে স্রোতে তলিয়ে যান ওই জেলে। এ ঘটনার আনুমানিক ৪ ঘণ্টা পর শনিবার ভোর ৬ টায় একই ইউনিয়নের মিয়ার কাটার পশ্চিমে সাগরে তার মরদেহ পাওয়া যায় বলে নিশ্চিত করেন উত্তর ধূরুং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মনছুর রাব্বি।

এ বিষয়ে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, এরফান নামে ওই জেলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

পাঠকের মতামত: