ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

কুতুবদিয়ায় ইয়াবাসহ জলদস্যূ ওবাইদুল্লাহ গ্রেফতার

কুতুবদিয়া প্রতিনিধি ::
কুতুবদিয়ায় ইয়াবাসহ ওবাইদুল্লাহ নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিরার (৩ নভেম্বর) সন্ধ্যায় দক্ষিণ ধূরুং ইউনিয়নের দরবার রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এসময় তার শরীরে তল্লাশী চালিয়ে ৫৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ওবাইদুল্লাহ ওই ইউনিয়নের হায়দার আলী মিয়াজির পাড়ার সিরাজদৌল্লাহর ছেলে।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দিদারুল ফেরদাউস জানান, ওবাইদুল্লাহ একজন তালিকাভুক্ত সন্ত্রাসী। সে সাগরে দস্যুতা এবং ইয়াবা পাচারের সাথে জড়িত ছিল। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে ৩টি মামলা রয়েছে।

তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নতুন মামলা দায়ের করা হচ্ছে।

পাঠকের মতামত: