ঢাকা,রোববার, ২৯ ডিসেম্বর ২০২৪

কুতুবদিয়ায় অস্ত্র হাতে নিয়ে সন্ত্রাসীদের প্রকাশ্যে গুলিবর্ষণ

kutubdia picমুহাম্মদ গিযাস উদ্দিন, পেকুয়া-কুতুবদিয়া :::
কক্সবাজারের কুতুবদিয়ায় জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজনদের হত্যার উদ্দেশ্যে অবৈধ অগ্নেয়াস্ত্র দিয়ে গুলি বর্ষণ করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় এলাকায় আতংক সৃষ্টি হয়েছে। আজ ২৬ জুলাই (মঙ্গলবার) সকাল ১০ টার দিকে কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নের উত্তর করলাপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।

এসময় সন্ত্রাসীরা প্রতিপক্ষ মোহাম্মদ আজমের পিতা ইব্রাহীম খলিলকে লক্ষ্য করে গুলি বর্ষণ করলে অল্পের জন্য প্রাণেরক্ষা পেলেও গুরুতর আহত অবস্থায় কুতুবদিয়া হাসপাতালে ভর্তি করে। পরে সেখানে রোগীর অবস্থা আশংকাজনক দেখে কর্তব্যরত চিকিৎক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন।

আহত ইব্রাহীম খলিল লেমশীখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকতার হোছাইনের পিতা এবং স্থানীয় যুবলীগ নেতা শাহরিয়ারের চাচা বলে জানা যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লেমশীখালী ইউনিয়নের উত্তর করলা পাড়া এলাকার সুজা উদ্দিনের পুত্র এহছান উদ্দিন প্রকাশ এরশাদের নেতৃত্বে ৭/৮ জন সন্ত্রাসী চাপাতি, চাইনিজ কুড়ালসহ অবৈধ অগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে অর্তকিতভাবে এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

সন্ত্রাসীদের প্রকাশ্য অস্ত্রের মহড়া দেখে অন্যান্যরা পালিয়ে যেতে পারলেও আজমের বৃদ্ধ পিতা ইব্রাহিম খলিল সন্ত্রাসীদের কবলে পড়ে গুরুতর আহত হন। আহতের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রাসীরা প্রকাশ্যে গুলিবর্ষণ করতে করতে স্থান ত্যাগ করে।

এব্যাপারে স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম জানায়, এসময় তিনি ঐ এলাকায় সালিশ মিমাংসা করছিলেন। হঠাৎ সন্ত্রাসীদের গুলির শব্দে বাহিরে রাস্তায় আসলে তিনি এহছান উদ্দিনকে উপর্যপুরি গুলি করতে দেখেন। এসময় আহত ইব্রাহীম খলিলকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কুতুবদিয়া সরকারী হাসপাতালে ভর্তি করান।

তিনি জানান, বন্দুকধারীদের বিরুদ্ধে কুতুবদিয়া থানাসহ বিভিন্ন থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

এ ব্যপারে কুতুবদিয়া থানার ওসি অংসা থোয়াই বলেন, তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে সন্ত্রাসীদের আটক করা সম্ভব হয়নি। সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

পাঠকের মতামত: