ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

কুকুবদিয়ার ইউএনও হঠাৎ প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত

ওওওওকুতুবদিয়া প্রতিনিধি :::
হঠাৎ প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হয়ে সবাই চমকে দিলেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহীন তানভীর গাজী। উপজেলার আজম রোড সংলগ্ন কৈয়ারবিল ইউনিয়নের কেএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে গিয়ে সবাইকে চমকে দিলেন তিনি। পরিদর্শনে গিয়ে দেখেন স্কুলের প্রধান শিক্ষক কোন ধরনের ছুটি ছাড়াই স্কুলে অনুপস্থিত রয়েছেন। ইউএনও পরামর্শ দেয়ার পরই শিক্ষকদের উপস্থিতিতেই ছাত্র/ছাত্রীদের শ্রেণি কক্ষসহ স্কুল আঙ্গিনা পরিষ্কার করতে দেখা যায় এসময়। বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী ও শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করতে হঠাৎ স্কুল পরিদর্শনে নেমেছেন বলে জানিয়েছেন তিনি। এদিন ৫ এপ্রিল আজম রোড সংলগ্ন কৈয়ারবিল ইউনিয়নের কেএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউএনও বলেন, পরিস্কার পরিচ্ছন্নতা শ্রেণিপাঠক্রমের একটি অংশ। ছাত্র/ছাত্রীরা টিম ওয়ার্কের মাধ্যমে এটা করতে পারে। এ স্কুলে প্রধান শিক্ষকে অনুপস্থিতির উপযুক্ত কারণ দেখাতে বলা হয়েছে। পরে কুতুবদিয়ার একমাত্র অষ্টম শ্রেণি কার্যক্রমে অনুমোদন প্রাপ্ত প্রাথমিক বিদ্যালয় পূর্ব ধুরুং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে আসার পথে ঘিলা ছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন তিনি। হঠাৎ স্কুল পরিদর্শনের ব্যপারে এ কর্মকর্তাকেজিজ্ঞেস করা হলে তিনি জানান, বিদ্যালয়ে ছাত্র/ছাত্রী ও শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করতে এবং শ্রেণি পাঠক্রমের মাধ্যমে গুণগত শিক্ষাকে উৎসাহদিতে মফ¯^লের বিদ্যালয় গুলো পরিদর্শনে গুরুত্ব দিচ্ছেন। পরিদর্শনের সময় বিনানুমতিতে অনুপস্থিত শিক্ষকদের কারণ দশার্ণো নোটিশ দিচ্ছেন বলেও জানান তিনি। এসময় সমাজসেবা কর্মকর্তাও বিদ্যালয়ে অধ্যয়নরত অটিজমদের তালিকা তৈরি করছেন। পরিদর্শনের সময় সাথে ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ওমরফারুক, সমাজ সেবা কর্মকর্তা মুহাম্মদ আনোয়ার হোসেন।

পাঠকের মতামত: