ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

কাশ্মির ইস্যুতে পাকিস্তানের পাশে থাকবে সৌদি ও আরব আমিরাত

যমুনা :: কাশ্মির নিয়ে উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে পাকিস্তানের যে কোন পদক্ষেপের সাথে থাকবে বলে জানিয়েছে সৌদী আরব ও সংযুক্ত আরব আমিরাত।

বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে পাকিস্তান সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সাথে এক বৈঠকে এ কথা জানান দেশ দুটির পররাষ্ট্রমন্ত্রীরা। পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর বরাত দিয়ে এ খবর জানায় দেশটির প্রভাবশালী দৈনিক ডন।

বলা হয়, সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আহমেদ আল যুবায়ের এবং সংযুক্তর আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন যায়েদ আল নাইয়ান কাশ্মির নিয়ে ভারতের একতরফা সিদ্ধান্তের ফলে তৈরি উদ্ভূত পরিস্থিতিতে পাকিস্তানের যে কোন শান্তিপূর্ণ পদক্ষেপের সাথে থাকবে।

এসময় কাশ্মির নিয়ে এখন পর্যন্ত শান্তি ও স্থিতিশীল অবস্থা বজায় রাখার জন্য পাকিস্তানের প্রশংসাও করেন এই দুই মন্ত্রী।

এর আগে বুধবার দুই মন্ত্রী পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি এবং প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠক করেছেন।

কাশ্মীরের উদ্ভূত পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে সৌদি ও আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী বিষয়টির শান্তিপূর্ণ ও স্থায়ী সমাধানে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। শান্তি প্রতিষ্ঠায় দেশ দু’টি সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে বলেও আশ্বাস দেন তারা।

পাঠকের মতামত: