ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

কাল লামায় উপ-নির্বাচন

মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি ঃ

 

আগামীকাল ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার লামার রূপসীপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন লামা উপজেলা নির্বাচন অফিসার নববিন্দু নারায়ণ চাকমা। তিনি সকলের কাছ থেকে শান্তিপূর্ণভাবে নির্বাচন পরিচালনায়, সহায়তা কামনা করেন।

গত ১৬ আগষ্ট উক্ত ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শহীদুল ইসলাম ব্রেইন ষ্টোক জনিত কারণে আকস্মিক মৃত্যুতে পদটি শূণ্য হয়। উপ-নির্বাচনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। মো. শাহ আলম প্রতীক তালা চাবি, মো. ওমর ফারুক বাবুল প্রতীক ফুটবল ও মো. গোলজার হোসেন প্রতীক টিউবওয়েল।

তিনজন প্রার্থী যার যার স্থান থেকে শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন। ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট প্রয়োগ করতে পারলে বিজয় সু-নিশ্চিত বলে অভিমত প্রকাশ করেন সকল প্রার্থীরা। অপরদিকে ভোটকে ঘিরে রূপসীপাড়া বাজারে সন্ধ্যা হলেই চায়ের কাপে ঝর উঠছে।

শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে উপজেলা নির্বাহী অফিসার খিনওয়ান নু বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রশাসনও শান্তিপূর্ণ নির্বাচনে কাজ করছে।

পাঠকের মতামত: