ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

কান্নায় ভেঙে পড়লেন মির্জা ফখরুল

সি এন ডেস্ক ::    সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়লেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৬ নভেম্বর) বিকেল তিনটায় গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে এ চিঠি বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে এ ঘটনা ঘটে। এসময় উপস্থিত নেতাকর্মীরও কান্না করেন।

সংবাদ সম্মেলনে ফখরুল বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখেই নির্বাচনে যেতে হচ্ছে। খালেদা জিয়াকে মুক্তি আন্দোলনের অংশ হিসেবেই আমরা নির্বাচনে যাচ্ছি। তাঁকে ছাড়া এই প্রথম নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি।’

এসময় বিএনপি মহাসচি আবেগাপ্লুত হয়ে পড়েন। এসময় কিছু সময় ফখরুলকে কাঁদতে দেখা যায়। কথা বলা থামিয়ে চোখের পানি মুছতে দেখা যায় তাকে। এসময় তার সঙ্গে থাকা অন্য নেতাকর্মীরাও আবেগে আপ্লুত হয়ে পড়েন।

পাঠকের মতামত: