ঢাকা,বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

কাতারে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

কাতারনিউজ ডেস্ক :: দোহা:

কাতারে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছে। এ  দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২জন।

মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে একটি মালবাহী ট্রাক বাংলাদেশি প্রবাসীদের বহন করা গাড়িটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ওই বাংলাদেশিরা দোহার একটি স্থানীয় সবজি বাজার থেকে সোমাল এলাকায় যাচ্ছিলেন।

নিহত ব্যক্তিরা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার জিঙ্গাবাড়ী গ্রামের হাসোই মিয়ার ছেলে ইসলাম উদ্দিন (৩২) ও  ইসলাম উদ্দিনের ছোট ভাই মঈনউদ্দিন (৩০), একই উপজেলার গরদোনাকান্দি গ্রামের কুতুবুদ্দিনের ছেলে আনোয়ার হোসাইন (৩৫) ও কাপ্তানপুর গ্রামের মহিবুদ্দিন (২৮)।

নিহত আনোয়ার হোসাইনের ছোট ভাই রেজাউল করিম নিহত ব্যক্তিদের চিহ্নিত করেন।

নিহত ব্যক্তিদের পরিবারের সদস্য নুরুল ইসলাম নাহিদ ও কাতারের একজন বাংলাদেশি প্রবাসীর বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি এসব তথ্য জানায়।

পাঠকের মতামত: