ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

কাকারায় শওকত, ফাসিয়াখালীতে গিয়াস, লক্ষ্যারচরে কাইছার ও মানিকপুরে আজিমএগিয়ে রয়েছে

Elec-Hoaik-2_1চকরিয়া নিউজ ডেস্ক :::

চকরিয়া উপজেলায় প্রথম দফায় ১২টি ইউপি নির্বাচনে বিচ্ছিন্ন সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ, জাল ভোট প্রদান, ক্ষমতাসীনদের আধিপাত্যের মধ্যে দিয়ে তৃতীয় দফা ইউপি নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। চলছে ভোট গণনা। আজ শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। চকরিয়া উপজেলার  বেশ কয়েকটি কেন্দ্রে ভোট গ্রহণের সময় আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে ক্ষুদ্র ক্ষুদ্র সংঘর্ষ হয়েছে।

ফলাফল :::

আমাদের কাছে আসা এ পর্যন্ত  ফলাফল জানা গেছে,  কাকারায় শওকত, ফাসিয়াখালীতে গিয়াস, লক্ষ্যারচরে কাইছার  ও মানিকপুর-সুরাজপুরে আজিম চেয়ারম্যান এগিয়ে রয়েছে….. বিস্তারিত আসছে……

পাঠকের মতামত: