ঢাকা পোস্ট :: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল শনিবার (১০ এপ্রিল) সন্ধ্যার দিকে আইসিডিডিআর’বির পক্ষ থেকে তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। আজ রোববার তার রিপোর্ট পজিটিভ আসে বলে নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একটি সূত্র।
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন দলটির একাধিক কেন্দ্রীয় নেতাও।
বিএনপির একটি সূত্র জানায়, কয়েকদিন ধরে খালেদা জিয়া জ্বর-ঠান্ডায় ভুগছিলেন। এর প্রেক্ষিতে গতকাল আইসিডিডিআরবি’র একটি প্রতিনিধি দল তার গুলশানের বাসভবন ফিরোজায় গিয়ে নমুনা সংগ্রহ করেন। আজ তার করোনা রিপোর্ট পজেটিভ আসে।
এ বিষয়ে জানেতে চাইলে খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম বলেন, আমি নিজেও গত কয়েকদিন ধরে অসুস্থ। তাই কয়েকদিন তার বাসায় যাওয়া হয়নি। এখন সে করোনা পজেটিভ কি না আমি জানি না।
পাঠকের মতামত: