ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

কচ্ছপিয়ায় অবৈধ ডাম্পার কেড়ে নিল স্কুল ছাত্রের প্রাণঃ আটক-১

এম হাবিবুর রহমান রনি, নাইক্ষ্যংছড়ি ::
রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের তিতার পাড়া আল-আমিন (গিরিংগী) মার্কেট নামক স্থানে পিকআপ (ডাম্পার) গাড়ি কেড়ে নিল এক স্কুল ছাত্রের প্রাণ। শনিবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৯ টার সময় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘাতক পিকআপ গাড়ীর চালককে আটক করেছে গর্জনিয়া ফাঁড়ি পলিশ। নিহত স্কুল ছাত্র তিতার পাড়া গ্রামের মোঃ নুরুল আলম”র ছেলে মোঃ রহিমুল্লাহ (৯)। প্রত্যক্ষদর্শীরা জানান,গাড়িটি ঘটনার সময় তিতার পাড়া এলাকাতে ধান পরিবহনের কাজে নিয়োজিত ছিলো এসময়, নিহত রহিমমুল্লাহ, পার্শ্ববর্তী গুদাম মসজিদে এতেকাফরত তার চাচাকে রাতের খাবার দিতে গেলে ব্যাপরোয়া গতির পিকআপ গাড়ীটি ঐ মসজিদের সামনে রহিমুল্লাহকে চাপা দেয়। এতে তার মাথায় গুরতর আঘাত পেয়ে, ঘটনাস্থলে লুটে পড়ে। ঘাতক গাড়ীটির চালক ঘটনাস্থলে কাউকে না দেখার সুযোগে, ছেলেটিকে ধান ক্ষেতে রেখে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তাকে ধরে পুলিশের কাছে সোর্পদ করেন । পরে ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে,লোকজন হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। গর্জনিয়া পুলিশ ফাড়িঁর ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ আনিছুর রহমান, ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল শেষে স্কুল ছাত্রের লাশটি পুলিশ ফাঁড়িতে নিয়ে আসেন। তিনি সাংবাদিকদের জানান যেহেতু দুর্ঘটনা তাই শিশুটির পরিবার ফাঁড়িতে যোগাযোগ করে বলেছেন তারা কোন মামলা করবে না। আদালত থেকে অনুমতির জন্য কক্সবাজার গেছে। আদালতের অনুমতিক্রমে দাফন করা হবে। যদি আদালত অনুমতি না দেয় তা হলে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়া হবে।
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) এ প্রতিবেদকের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন নিহতের পরিবার চাইলে সংশ্লিষ্ট আইনে মামলা নেওয়া হবে ।

পাঠকের মতামত: