ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

কক্সবাজার-১ প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা জেপির সালাহউদ্দিন মাহমুদের

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::  আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য এ এইচ সালাহউদ্দিন মাহমুদ।

আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে নিজের ফেসবুক আইডিতে লিখে এ ঘোষণা দেন তিনি।

ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন, ‘১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে সবাইকে শুভেচ্ছা। আজও জীবনের শেষার্ধে শত প্রতিকুলতার মাঝেও চকরিয়া পেকুয়া মানুষদের নিয়ে আমৃত্যু স্বপ্ন দেখতে থাকব।

১৭ই ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের দিন, নানা মেরুকরণের কারণে প্রার্থিতা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিলাম। আমার অপারগতার জন্য ক্ষমা করবেন। হতাশ হবেন না, আল্লাহ সহায়। এই দিন দিন নয় আরও দিন আছে এই দিনেরে নিয়ে যাব সেই দিনের কাছে।’

পাঠকের মতামত: