ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

কক্সবাজার সরকারী কলেজের মেধাবী ছাত্র সুজনকে বাঁচাতে সাহায্যের আবেদন

xxxxxxxকক্সবাজার সরকারী কলেজের ইংরেজী অনার্স ১ম বর্ষের মেধাবী ছাত্র মো: নুর প্রকাশ সুজন কে বাঁচাতে সাহায্যের জন্য তার বাবা নুরুল ইসলাম হাত বাড়িয়েছেন সমাজের সর্বস্তরের বিত্তবানদের কাছে। তার বাড়ি সদর উপজেলার পিএমখালী ছনখোলা এলাকায়। বর্তমানে গুরুতর অসুস্থ সুজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারী বিভাগে চিকিৎসাধীন রয়েছে। সুত্র জনায়, সুজনকে গত বছরের ১৬ ডিসেম্বর কলেজে কে বা কারা উপর্যুপরি হামলা করে গুরুতর আহত করে মাটিতে ফেলে চলে যায়। পরে শিক্ষার্থী ও শিক্ষকরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরন করলে কর্তব্যরত ডাক্টার তাকে দ্রুত চমেকে প্রেরণ করেন। এসব সে খাওয়া দাওয়া তো দুরের কথা পায়খানা প্রশ্রাবও করতে পারছেননা। সুজনের জন্য প্রতিদিন মেডিসিন, টেস্ট সবমিলে ১০ হাজার টাকা দরকার হয়। তার ছেলেকে বাবাকে সুস্থ করে তোলার জন্য আরও ১-২ মাস তে ট্রিটমেন্ট চালিয়ে যেতে হবে যাতে প্রায় ৫ লাখ টাকা প্রয়োজন। তাদের পরিবারের জন্য এ অর্থের যোগান দেয়া অসম্ভব। কোনভাবে চিকিৎসার বিরতি মানেই নিশ্চিত মৃত্যু—-পরিবারটি সাহায্যের আবেদন করেছে। আমরা সবাই যদি আমাদের যাকাতের অংশটা দিয়েও লোকটির পাশে এসে দাঁড়াই, তবে তাকে পুনরায় সুস্থ করে তোলা সম্ভব…পরিমানটা যতই কম হোক না কেন, আপনার সাহায্যের হাত বাড়িয়ে দিন বিকাশ নাম্বার ০১৮৫৯৬২৩২১৯ এর মাধ্যমে। আপনি সরাসরি রোগীর পরিবারের হাতেও সহায়তা তুলে দিতে পারেন। মেডিকেল রিপোর্ট প্রদান করা যাবে। সকলের সম্মিলিত প্রচেষ্টাই বাঁচিয়ে দিতে পারে একটি জীবন।

পাঠকের মতামত: