ঢাকা,শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫

কক্সবাজার বনাঞ্চলে পাহারাদারদের উপকরন ও মুলধন বিতরন করা হবে -সিসিএফ বিপুল কৃষ্ণ

মনির আহমদ, কক্সবাজার ::  আমেরিকায় আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে বলেছি, পৃথিবীতে কার্বন নি:স্বরনে চীন এক নম্বর, আমেরিকা দুই ও ভারত তিন নম্বরে রয়েছে। তার তুলনায় আমরা অনেক নীচে। অথচ তাদের কার্বনের সাফার ভোগ করছি আমরা। প্রধান অতিথি বক্তব্যে চট্টগ্রাম আঞ্চলিক বন সংরক্ষক বিপুল কৃষ্ন দাস এ কথা বলেছেন।

এই সাফার থেকে রক্ষা পেতে যে কোন বিণিময়ে রক্ষা করতে হবে বন। তিনি বলেন, দীর্ঘ বছর ধরে বনের পাহারায যারা রয়েছে, বিনামূল্যে পাহারা দিচ্ছে তাদেরকে

সহায়তার আওতায় এনেছে সরকার। তাই বনকর্মিদের সহায়তাকারী যৌথ বন পাহারা দল (সিপিজি) সদস্যদের পাহারা উপকরন বিতরন ও ভিসিএফ

সদস্যদের ক্ষুদ্র মুলধন অনুদান (এমসিজি) বিতরন করবে সরকার। চেকের মাধ্যমে এক লক্ষ করে টাকা বিতরন করা হবে। কক্সবাজার উত্তর বনবিভাগের ফাসিয়াখালী বনরেঞ্জ কার্যালয়ে ইউএসএইড এর ইকো লাইফ এ্যাক্টিভিটি সহযোগীতায় অনুষ্টিত

বন কর্মিদের সহায়তাকারী যৌথ বন পাহারা দল (সিপিজি) সদস্যদের পাহারা উপকরন বিতরন ও ভিসিএফ

সদস্যদের ক্ষুদ্র মুলধন অনুদান (এমসিজি) বিতরন অনুষ্টানে চট্টগ্রাম আঞ্চলিক বন সংরক্ষক বিপুল কৃষ্ন দাস এ কথা বলেন।

শুক্রবার সকাল ১১ টায় ফাসিয়াখালী রেঞ্জ কার্যালয়ের মাঠে চকরিয়া উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা রাহাত উজ জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোং আনোয়ার হোসেন সরকার, কক্সবাজার দক্ষিন বিভাগীয বন কর্মকর্তা সরওয়ার আলম। এ ছাড়াও অনুষ্টানে নেকম ইকোলাইফ প্রকল্প উপ-প্রকল্প পরিচালক,

ড, সফিকুর রহমান, চকরিয়ার ফাসিয়াখালীর ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দীন চৌধুরী, ডুলাহাজারা কলেজের অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরী, এনজিও কর্মকর্তা আব্দুল কাইয়ুম প্রমুখ বন কর্মকর্তা ও সিপিজি সদস্য বক্তব্য রাখেন। এসময় জেলার বিভিন্ন রেঞ্জ কর্মকর্তা ও বিট কর্মকর্তা গন উপস্থিত ছিলেন। অনুষ্টান শেষে বনকর্মিদের সহায়তাকারী যৌথ বন পাহারা দল (সিপিজি) ভিসিএফ সদস্যদের পাহারা উপকরন বিতরন করা হয়।

 

পাঠকের মতামত: