নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার :৷ পহেলা মে মহান মে দিবসে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার-জেইউসি। সাংবাদিকদের অধিকার আদায়ের সংগঠনটির সভাপতি জিএএম আশেক উল্লাহর সভাপতিত্বে কক্সবাজার পৌরসভার সামনের রাস্তায় এই কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তাগণ বলেন, ১৬ বছর ধরে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আমরা মাঠে আন্দোলন করেছি। ওই সময়ে যারা স্বৈরাচারের দোসর হয়ে কাজ করেছে তারাই এখন ফিরে এসেছে সাংবাদিক অঙ্গনে। তারা এখন নিজেদের জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধের মানুষ বলে প্রচার করলেও তারা আসলে স্বৈরাচারের দোসরই। এই দোসরদের বিরুদ্ধে সাংবাদিক ইউনিয়নের আন্দোলন চলবে।
তারা বলেন, কক্সবাজার প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়ন থেকে নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে উৎখাত করা হবে।
সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার সাধারণ সম্পাদক মোস্তফা সরওয়ারের সঞ্চালনায় অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশ থেকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ককে ৬ লেনে উন্নীতকরণ, সাংবাদিকদের বেতন-ভাতা নিশ্চিতকরণ ও স্বৈরাচারী সরকারের কালাকানুন বাতিলের দাবি জানানো হয়।
এই সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আনছার হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক হুমায়ুন সিকদার, দৈনিক মানব কণ্ঠ প্রতিনিধি ইসলাম মাহমুদ, সাংবাদিক আজিজ রাসেল, নুরুল হক চকোরী, জাহেদ হোসেন,, আতিকুর রহমান, মানিক, মহিউদ্দিন মাহী, রাশেদুল ইসলাম, এস কে সেলিম, আবছার কবির আকাশ, হাসিবুল ইসলাম সুজন প্রমুখ।
পাঠকের মতামত: