ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

কক্সবাজার প্রেসক্লাব সভাপতি মাহবুবের ছোট ভাই মিতুল আর নেই

সংবাদ বিজ্ঞপ্তি ::  কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি ও শহরের বাজারঘাটা সৈকত টাওয়ারের সত্বাধিকারী মাহবুবর রহমানের ছোট ভাই মিজানুর রহমান মিতুল (৩৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজেউন)। গতকাল সোমবার ১৯ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। আজ মঙ্গলবার, ২০ আগস্ট বাদ জোহর কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্স মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, ২ ভাই ও ২ বোনসহ অসংখ্যা আত্মীয় স্বজন রেখে যান।

উল্লেখ্য, রহমান ম্যানশনের পরিচালক মিজানুর রহমান মিতুল শহরের পূর্ব বাজারঘাটা রহমান ম্যানশনের প্রতিষ্টাতা মরহুম হাবিবুর রহমান কোম্পানি ও মরহুমা ফাতেমা খাতুনের কনিষ্ঠ সন্তান ছিলেন। মরহুমের বড়ভাই দৈনিক সৈকত সম্পাদক মাহবুবর রহমান এবং মেজ ভাই মাহফুজুর রহমান টুটুল কোম্পানী। মিজানুর রহমান মিতুলের পায়ে ফোড়া জাতীয় রোগ হলে বাল্কি শরীরের কারণে সেখানে মারাত্মক ইনফেকশন হয়। বিগত ৩ দিন যাবৎ তিনি ফুয়াদ আল-খতিব হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাকে গতকাল সোমবার ১৯ আগস্ট সকাল ১১টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসা শুরু হওয়ার পর পরই তিনি মৃত্যুবরণ করে।

পাঠকের মতামত: