ঢাকা,বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

কক্সবাজার জেলা লীগে, ফুটবল একাডেমী চকরিয়া বনাম ইয়ংম্যান্স ক্লাবের মধ্যকার খেলা ১-১ গোলে ড্র

ক্রীড়া প্রতিবেদক ::  কক্সবাজারে জেলা ফুটবল এসোসিয়েশন (ডিএফএ) কর্তৃক আয়োজিত ২য় বিভাগ জেলা ফুটবল লীগ-২০১৯ এ ফুটবল একাডেমী চকরিয়া বনাম ইয়ংম্যান্স ক্লাবের মধ্যকার খেলা ১-১ গোলে ড্র হয়েছে।

বুধবার বিকেলে সদর উপজেলার খুরুশকুল ডেইলপাড়া মাঠে অনুষ্ঠিত লীগের ৭ম খেলায় প্রথমার্ধের ১৮ মিনিটের মাথায় ফুটবল একাডেমি চকরিয়ার ১০ নং জার্সিধারী খেলোয়াড় সাগর প্রথমে গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। ৩৫ মিনিটে ইয়ংম্যান্স ক্লাবের ৫নং জার্সিধারী খেলোয়াড় একমাত্র গোলটি পরিশোধ করে দলকে সমতায় নিয়ে আসতে সক্ষম হন। এরপর একাধিকবার চেষ্টা করেও আর গোলের দেখা পায়নি দু’দলের খেলোয়াড়রা। ফলে ফুটবল একাডেমী চকরিয়া এবং ইয়ংম্যান্স ক্লাবের পয়েন্ট পায় সমানে সমান।

প্রতিদিনের মতো মঙ্গলবারের খেলায়ও দুর দুরান্ত থেকে আসা নারী-পুরুষসহ সব বয়সী ক্রীড়ামোদি দর্শকের উপস্থিতি ছিলো লক্ষ্যনীয়। খেলা পরিচালনা করেন অভিজ্ঞ রেফরি কাশেম কুতুবী।

পাঠকের মতামত: